বৃহস্পতিবারে এপস্টিন ফাইল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। মার্কিন প্রশাসনের বিচার বিভাগ (জাস্টিস ডিপার্টমেন্ট) শুক্রবার আনুষ্ঠানিক ভাবে আদালতে তার আবেদন জানিয়েছে নিউ ইয়র্কের এক বিচারকের কাছে। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে তাঁর নাম জড়িয়ে প্রতিবেদন প্রকাশের জন্য মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ৮৬ হাজার কোটি টাকার মানহানির মামলা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তাঁর প্রশাসনের তরফে এপস্টিন ফাইলের কিছু অংশ প্রকাশের জন্য আবেদন জানানো হল নিউ ইয়র্কের আদালতে। ওই ফাইল নিয়ে গত কয়েক দিন ধরে ট্রাম্প প্রশাসন অস্বস্তিতে। অভিযোগ, একসময় এপস্টিনের ঘনিষ্ঠ ছিলেন ট্রাম্প। এপস্টিনের ফাইলে তাঁর নাম রয়েছে বলে দাবি করেছিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্কও। আমেরিকায় নতুন রাজনৈতিক দল ঘোষণার পর মাস্ক জানিয়েছিলেন, এপস্টিন ফাইল প্রকাশ্যে আনার ব্যবস্থা করাই তাঁর আমেরিকা পার্টির অন্যতম প্রধান লক্ষ্য। এ নিয়ে টানাপড়েন চলছিলই। কিন্তু সম্প্রতি মার্কিন দৈনিক এই সংক্রান্ত একটি বিশেষ রিপোর্ট প্রকাশ করে। তার পরেই নড়েচড়ে বসেছে মার্কিন প্রশাসন।
অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে বৃহস্পতিবারে এপস্টিন ফাইল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। এপস্টিনের ‘সিক্রেটিভ গ্র্যান্ড জুরি টেস্টিমনি’-র অংশ প্রকাশ করতে বলেছিলেন তিনি। মার্কিন প্রশাসনের বিচার বিভাগ (জাস্টিস ডিপার্টমেন্ট) শুক্রবার আনুষ্ঠানিক ভাবে আদালতে তার আবেদন জানিয়েছে নিউ ইয়র্কের এক বিচারকের কাছে। ২০১৯ সালে এপস্টিনের বিরুদ্ধে যৌন পাচার মামলায় জড়িত গ্র্যান্ড জুরির প্রতিলিপি সম্পর্কিত ফাইলের প্রকাশ চেয়েছেন ট্রাম্প। সাধারণ ভাবে যা গোপন রাখা হয়। এগুলি আইন দ্বারা সুরক্ষিত থাকে। এ ছাড়া, এপস্টিনের সঙ্গী গিজ়লাইন ম্যাক্সওয়েলের মামলাটিও প্রকাশ করতে বলেছেন ট্রাম্প। তিনিও শিশু পাচারের চক্রান্তে জড়িত ছিলেন।
এবার “মার্কিন দৈনিকের” বিরুদ্ধে ৮৬ হাজার কোটি টাকার মামলা করলেন ট্রাম্প!
