রবিবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা। ঘটনায় মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশের বাসিন্দা সচ্চিদানন্দ মিশ্র (৩৫)-র। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে বারাসত হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে কলকাতায় স্থানান্তরিত করা হয়। সোমবার সকালে মৃত্যু হয় তাঁর।
সূত্রের খবর, মধ্যমগ্রাম স্টেশনের হাইস্কুলের সামনে দিয়ে ব্যাগ হাতে যাচ্ছিলেন সচ্চিদানন্দ। আচমকাই ঘটে বিস্ফোরণ। আশপাশের লোকজন আতঙ্কে ছুটে আসেন।
ঘটনাস্থল থেকে একটি ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। সেই ব্যাগে পাওয়া গিয়েছে জামাকাপড়, চার্জার ও কিছু ইলেকট্রনিক গ্যাজেট। তবে ব্যাগের মধ্যেই কি কোনও বিস্ফোরক ছিল, নাকি বিস্ফোরক আগে থেকেই সেখানে রাখা ছিল—তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
ঘটনার খবর পেয়ে রাতেই সেখানে পৌঁছে যায় পুলিশ ও বম্ব ডিসপোজাল টিম। ঘিরে রাখা হয়েছে বিস্ফোরণস্থল। ব্যাগ ও উদ্ধার হওয়া সামগ্রী ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পুলিশ আপাতত কোনও মন্তব্য করতে নারাজ।
অপ্রত্যাশিত বিস্ফোরণ ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য। স্থানীয়দের কথায়, “এলাকায় এর আগে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটেনি।মাঝরাতে হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনে সবাই চমকে উঠেছিল।”
সম্ভাব্য কারণ
• অবহেলাজনিত দুর্ঘটনা (ইলেকট্রনিক যন্ত্র শর্ট সার্কিট)
• মৃতের কাছে থাকা বিস্ফোরক সামগ্রী ফেটে যাওয়া
• ঘটনাস্থলে আগে থেকে রাখা বিস্ফোরক সক্রিয় হওয়া
• পরিকল্পিত নাশকতার ছক
ফরেনসিক রিপোর্ট হাতে না আসা পর্যন্ত বিস্ফোরণের সঠিক কারণ স্পষ্ট নয়। পুলিশের তদন্তের উপরই এখন নজর গোটা এলাকার।







