পশ্চিমবঙ্গ দেশ ব্যবসা প্রযুক্তি বিনোদন খেলা জ্যোতিষ গাড়ি লাইফস্টাইল আবহাওয়া সম্পাদকীয়

---Advertisement---

‘দ্য বাঙাল ফাইলস’ ট্রেলারের লঞ্চে হোঁচট—হোটেলেই সবার তার কাটা, বললেন আগ্নিহোত্রী

On: August 16, 2025 11:26 AM
Follow Us:
---Advertisement---

পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বহুল আলোচিত ছবি দ্য বেঙ্গল ফাইলস–এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ঘটল অপ্রত্যাশিত ঘটনা। কলকাতার এক বিলাসবহুল হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে দু’বার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে অনুষ্ঠান থমকে যায়। পরিচালক অভিযোগ করেছেন, হোটেলের অডিও-ভিজ্যুয়াল সিস্টেমে বিদ্যুৎ সরবরাহের তার ইচ্ছাকৃতভাবে কেটে দেওয়া হয়েছিল।

🔴 ঘটনার বিবরণ

প্রথমবার ট্রেলার চালানোর কিছু পরেই বিদ্যুৎ চলে যায়। আয়োজকরা সেটি ‘টেকনিক্যাল গ্লিচ’ বলে চালানোর চেষ্টা করেন। তবে দ্বিতীয়বার একই ঘটনা ঘটায় ক্ষোভ প্রকাশ করেন বিবেক অগ্নিহোত্রী। তাঁর দাবি, “এটি কাকতালীয় নয়, বরং পরিকল্পিতভাবে অনুষ্ঠান ব্যাহত করার চেষ্টা।”

🟢 ছবির বিষয়বস্তু ও বিতর্ক

দ্য বেঙ্গল ফাইলস ছবিটি নকশাল আন্দোলন, রাজনৈতিক সহিংসতা ও সমাজে তার প্রভাব নিয়ে তৈরি। এর আগে দ্যকাশ্মীর ফাইলস এবং দ্য দিল্লি ফাইলস–এর মতোই এই ছবিও সংবেদনশীল বিষয় তুলে ধরেছে, যা ইতিমধ্যেই নানা মহলে বিতর্কের জন্ম দিয়েছে।

 পুলিশি তদন্তের দাবি

ঘটনার পর অগ্নিহোত্রী ও তাঁর টিম হোটেল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানান। পুলিশের কাছেও বিষয়টি জানানো হয়েছে। পরিচালকের দাবি, “মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত” হিসেবে তিনি বিষয়টি দেখছেন।

🎬 মুক্তির অপেক্ষা

চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই ছবিটি নিয়ে কৌতূহল তুঙ্গে। ট্রেলার অনলাইনে প্রকাশ পেয়েছে, আর সিনেমাটি আগামী মাসে মুক্তি পাওয়ার কথা। 

ছবিটি সম্পর্কে

‘দ্য বাঙাল ফাইলস’: “Files Trilogy”–এর শেষকৃত্য, যা পূর্বের দুটি—The Tashkent Files (২০১৯) ও The Kashmir Files (২০২২)—এর ধারাবাহিকতা। এই প্রথম পর্ব মুক্তি পাবে ৫ সেপ্টেম্বর ২০২৫, যার ঘিরে ইতিমধ্যে রয়েছে উত্তেজনা ও বিতর্ক। 

Sagar Kundu

সম্পাদক ও ফিচার এডিটর

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment