পশ্চিমবঙ্গ দেশ ব্যবসা প্রযুক্তি বিনোদন খেলা জ্যোতিষ গাড়ি লাইফস্টাইল আবহাওয়া সম্পাদকীয়

---Advertisement---

৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার: প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর ‘পদ্মশ্রী’ ও ২৯৫টি পদক ফেরত

On: August 17, 2025 11:23 AM
Follow Us:
---Advertisement---

প্রাক্তন সাঁতারু, পদ্মশ্রী ও অর্জুন পুরস্কারপ্রাপ্ত বুলা চৌধুরীর হিন্দমোটর (হুগলি জেলা) বিরান বাড়ি থেকে গত শুক্রবার তথা ১৫ আগস্ট তাঁর ‘পদ্মশ্রী’ ও জীবনের সংগ্রহ করা প্রায় ২৯৫টি মেডেল চুরি হয়। এই ঘটনায় রাজ্য পুলিশ বিশেষ করে সিআইডি (ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) কার্যত ৪৮ ঘণ্টার সীমানায় চমকপ্রদ সফলতা দেখিয়েছে।

উদ্ধার অভিযান শেষে, পুলিশ একজন সন্দেহভাজনকে আটক করেছে ও জিজ্ঞাসাবাদ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করেছে প্রাপ্তি। সিআইডিকে অগ্রগামী ভূমিকা পালনকারী এই অভিযানে, চুরি হওয়া ‘পদ্মশ্রী’ পদকের পাশাপাশি প্রায় ২৯৫টি মেডেল উদ্ধার করা হয়েছে। একজন সন্দেহভাজন চুরি স্বীকার করেছে, এবং পুলিশ সূত্রে জানানো হয়েছে — বাকিগুলো উদ্ধারে তদন্ত এখনও চলছে।

সিআইডি জানিয়েছে, এই সাফল্য দু’দিনের মধ্যে এসেছে। অভিযান দ্রুত ও সমন্বিত ছিল, যার ফলে এতো কম সময়ে এত মূল্যবান সামগ্রীর উদ্ধার সম্ভব হয়েছে।

বুলা চৌধুরী নিজেও ঘটনায় ভাবপ্রসূত হয়ে উঠেছেন। তিনি পুলিশের দক্ষ ও দায়িত্বশীল কাজে কৃতজ্ঞতা জানিয়েছেন, যদিও কিছু মেডেল বিশেষ করে সহায়ক ব্যাজ এবং কিছু আন্তর্জাতিক পুরস্কার এখনও উদ্ধার হয়নি।  তিনি জানিয়েছেন, তাঁর কাছে দুটি পদ্মশ্রী ব্যাজ রয়েছে; রাষ্ট্রপতিবৃন্দের পরিয়ে দেওয়া বড় ব্যাজ কলকাতার বাড়িতে, আর ছোটটি যা হুগলিতে ছিল এখনও পাওয়া যায়নি।

পুলিশের পক্ষ থেকে রবিবার (১৭ আগস্ট) শ্রীরামপুর ডিসি অফিসে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এই তথ্যগুলো প্রকাশ করা হয়। সেখানে জানানো হয় চোর ‘কৃষ্ণ চৌধুরী’, রিষড়ার বাসিন্দা যিনি বাড়ি থেকে আটক করা হয়েছে। তদন্ত এখনও চলমান অবস্থায় রয়েছে।

পটভূমি: বুলা চৌধুরী তাঁর সাঁতারু জীবনকালে অসংখ্য রেকর্ড ও আন্তর্জাতিক সাফল্য অর্জন করেছেন ইংলিশ চ্যানেল পার, সাত সাগর অতিক্রম, এসএএফ গেমসে স্বর্ণজয় সহ। সেই সাফল্যের স্মারকগুলো হারিয়ে যাওয়া মানে ছিল এক ভাবগত ক্ষতি। সেই ক্ষতি ফিরে পেতে পারায় সাধারণ মানুষ ও বিশেষজ্ঞরা পুলিশের এই দক্ষতা প্রশংসা করছেন।

এই ঘটনা শুধু বুলা চৌধুরীর জন্য নয়, এটি পশ্চিমবঙ্গ পুলিশের কাছে একটি গৌরবময় মুহূর্ত। এর মাধ্যমে পুলিশি সংহতি ও টেকসই তদন্তের সাক্ষ্য মিলেছে।

Sagar Kundu

সম্পাদক ও ফিচার এডিটর

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment