পশ্চিমবঙ্গ দেশ ব্যবসা প্রযুক্তি বিনোদন খেলা জ্যোতিষ গাড়ি লাইফস্টাইল আবহাওয়া সম্পাদকীয়

---Advertisement---

যুগলদের স্বস্তি: OYO-র বুকিং নিয়মে বড় পরিবর্তন

By Desk
On: December 13, 2025 10:45 AM
Follow Us:
---Advertisement---

যুগলদের জন্য হোটেল বুকিং নিয়ে বহুদিনের অস্বস্তির অবসান। জনপ্রিয় হোটেল চেন OYO তাদের বুকিং নীতিতে বড় পরিবর্তন আনল। এখন থেকে রুম বুক করার সময় অতিথিদের আর আধার কার্ডের ফটোকপি জমা দেওয়া বাধ্যতামূলক নয়।

OYO কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। UIDAI-এর নির্দেশিকা মেনে আধারের কপি সংগ্রহ না করার নীতিই এবার কার্যকর করা হল।

এর ফলে বিশেষ করে অবিবাহিত যুগলদের জন্য বুকিং প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হবে বলে মনে করা হচ্ছে। এতদিন পরিচয়পত্রের কপি জমা দেওয়া নিয়ে যে অস্বস্তি ও দ্বিধা ছিল, তা অনেকটাই কমবে।

তবে রুম নেওয়ার সময় বৈধ সরকারি পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক থাকবে। পাশাপাশি, স্থানীয় আইন ও হোটেলের নিজস্ব নিয়ম মেনে চলতেও হবে অতিথিদের।

এই সিদ্ধান্তকে ইতিমধ্যেই স্বাগত জানিয়েছেন বহু তরুণ-তরুণী ও নাগরিক অধিকার কর্মীরা। তাঁদের মতে, এটি ব্যক্তিগত স্বাধীনতা ও গোপনীয়তার দিকে একটি ইতিবাচক পদক্ষেপ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

আরো পড়ুন

Leave a Comment