অবশেষে মুক্তি পেল ‘রঘু ডাকাত’-এর প্রি-টিজার
প্রতীক্ষার অবসান। অবশেষে মুক্তি পেল বহুল আলোচিত বাংলা ছবি ‘রঘু ডাকাত’-এর প্রি-টিজার। শনিবার নির্মাতাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় এই ছোট্ট ঝলক। মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে এই প্রি-টিজার।
মাত্র কয়েক সেকেন্ডের এই ভিডিওয় দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে রহস্যে ঘেরা রঘু ডাকাতের এক ঝলক। কুয়াশায় মোড়া গ্রাম, গভীর অরণ্য, আর নাটকীয় আবহসংগীত মিলিয়ে তৈরি হয়েছে রহস্যের আবহ। মুখ্য ভূমিকায় থাকা দেবের প্রথম ঝলকও দেখা গেল এই প্রি-টিজারে। নির্মাতা রাজ চক্রবর্তী জানিয়েছেন, এটি কেবল শুরু। মূল ট্রেলার এবং ছবির আসল গল্প দর্শকদের জন্য চমক বয়ে আনবে।
ছবির গল্প গড়ে উঠেছে বাংলার জনপ্রিয় ঐতিহাসিক চরিত্র রঘু ডাকাত-এর জীবনকাহিনী ঘিরে। পুরনো বাংলার ডাকাতির কাহিনী ও গ্রামবাংলার সংস্কৃতি উঠে আসবে ছবির মাধ্যমে। ছবির সংগীত পরিচালনা করছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। দৃষ্টিনন্দন সেট, সঠিক সময়ের পোশাক ও শিল্পনৈপুণ্য ফুটিয়ে তোলা হয়েছে ছবির দৃশ্যপট তৈরিতে।
প্রি-টিজার মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে চর্চা। #RaghuDakat এবং #RaghuDakatPreTeaser হ্যাশট্যাগে ভরেছে এক্স (পূর্বের টুইটার)। দেবের লুক ও ছবির গাঢ় টোন ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে দর্শকমহলে।
উল্লেখ্য, ছবিটি আসন্ন দুর্গাপুজোতে মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। এর ফলে বাংলার দর্শকদের কাছে ফের একবার বড় পর্দায় ফিরছে ইতিহাস নির্ভর অ্যাকশন-ড্রামা ঘরানার ছবি।